• ‘স্বাধীনতা উপহার হিসেবে মেলে না...’, নেতাজির জন্মবার্ষিকীতে নতুন শপথ অভিষেকের
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন। কলকাতায় তাঁর বাড়ি ‘নেতাজি ভবন’-এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার নেতাজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    ব্রিটিশমুক্ত ভারতই নেতাজির ধ্যানজ্ঞান ছিল, তা মনে করিয়ে X হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাই—একজন নির্ভীক দেশপ্রেমিক, যাঁর জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রতি নিবেদিত।’

    স্বাধীনতা যে অর্জন করতে হয়, তা নেতাজিই শিখিয়ে গিয়েছেন। অভিষেকের কথায়, ‘নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল। তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়।’

    নেতাজির দেখানো পথে চলার শপথ নিয়ে অভিষেক লিখেছেন, ‘আজ তাঁকে স্মরণ করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।’

  • Link to this news (এই সময়)