• সরস্বতী পুজোয় তাপমাত্রায় বিরাট বদল
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার। ২৩ জানুয়ারি সরস্বতী পুজো। সঙ্গে নেতাজীর জন্মদিন। কিন্তু সেই হাড়কাঁপানো ঠান্ডা আর নেই। হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা কমবে। যার ফলে কিছুটা হলেও শীত উপভোগ করা সম্ভব হবে। 

    প্রসঙ্গত, হাওয়া অফিস কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল যে সরস্বতী পুজোতে তেমন একটা ঠান্ডা থাকবে না। বরং বেলা বাড়তেই গরম লাগবে। তবে আপাতত সেই ট্রেন্ড কিছুটা বদলেছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্র এবং শনিবার কিছুটা নামতে পারে তাপমাত্রা। জানা গেছে, ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে শুক্র ও শনিবার। তবে জাঁকিয়ে শীত এবছর আর পড়বে না।

    শুক্রবার ভোর এবং সকালের দিকে ভালই ঠান্ডা অনুভব হবে। তবে বেলা বাড়তেই রোদের দাপটে গরম লাগতে পারে। তখন গায়ে রাখা যাবে না শীত কাপড় বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সন্ধের পর থেকে আবার কমবে তাপমাত্রা। যার ফলে ফের শীত শীত ভাব ফিরবে। 

    শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই হাল থাকবে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার মতো জেলায়। 

    তবে কলকাতা ও সংলগ্ন এলাকার থেকে বেশি শীত অনুভব করা সম্ভব হবে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, নদিয়াতে। এই সব এলাকার মানুষ শুক্রবার ভালই শীত অনুভব করতে পারবেন। 

    হাওয়া অফিস জানিয়েছে, এই কয়েক দিন মোটামুটি ১৪ থেকে ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি কুয়াশার দাপট থাকবে।

    এদিকে, তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে উত্তরবঙ্গেও। পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই একই ছবি। তবে সরস্বতী পুজোয় একটু তাপমাত্রা কমতে পারে এই সব অঞ্চলেও। তাই যাঁরা উইকএন্ডের লম্বা ছুটি নিয়ে পাহাড় গিয়েছেন, তাঁরা বেশ ভালই শীত উপভোগ করতে পারবেন। 

    হাওয়া অফিস জানিয়েছে, পাকিস্তান ও উত্তর–পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া ২৬ তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা।

    শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। প্রায় সব জেলায় শুক্রবার তাপমাত্রা কমেছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও পারদ ১০ ডিগ্রির নীচে নামেনি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় থাকছে ঘন কুয়াশা। 

     
  • Link to this news (আজকাল)