• বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিমে বড় চমক
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবূডেস্ক: সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এসআইআর। আর এই জলন্ত ইস্যুই এবার বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিম। এসআইআর-এর কারণে বাংলার মানুষের হয়রানি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে না দেওয়া, আত্মহত্যা এই সবকিছুই উঠে এসেছে বাগদেবীর মণ্ডপ সজ্জার থিমে৷ সরস্বতী মায়ের মূর্তির পিছনে রয়েছে ফুটবল বার। যেখানে জার্সি দিয়ে লেখা রয়েছে ২৫০+ ও খেলা হবে টার্গেট। সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে বাজবে উন্নয়নের পাঁচালি।

    এছাড়াও বীরভূমে সরস্বতী পুজোর থিমেও এবার উঠে এসেছে এসআইআর। তবে সিউড়ি শহরের বড়বাগান মোড়ে বড়বাগান সর্বজনীন সরস্বতী পুজো কমিটির ৫৩তম বর্ষের পুজোকে ঘিরে এই বিতর্ক তীব্র হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সমাজে চলমান বিষয়কেই শিল্পের মাধ্যমে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। তবে মণ্ডপে ভোটারদের ছবি ও নাম ব্যবহার করায় শুরু হয়েছে জোর বিতর্ক।

    ড়বাগান সর্বজনীন সরস্বতী পুজো কমিটির সম্পাদক সুবিনয় দাস জানিয়েছেন, এই থিমের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই এবং কাউকে প্ররোচিত করার উদ্দেশ্যও নেই। পুজো কমিটি সচেতনভাবেই এমন কিছু দেখাতে চায়নি, যাতে অযথা বিতর্ক তৈরি হয়। তবে মণ্ডপে যে সমস্ত ভোটারদের ছবি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে আলাদা করে অনুমতি নেওয়া হয়নি। তাঁর কথায়, ছবিগুলি মূলত গুগল থেকে ডাউনলোড করা হয়েছে, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

    মণ্ডপের থিম শিল্পী দেবব্রত সাহা জানান, মণ্ডপের দেওয়ালে যে সব ভোটারদের ছবি রয়েছে, তাঁরা বিভিন্ন সময়ে এসআইআর-এর মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন এবং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন, সেই বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে শিল্পের ভাষায়।
  • Link to this news (আজকাল)