SSC-র Group C ও D এর পরীক্ষা মার্চেই, তারিখ ঘোষণা কমিশনের
আজ তক | ২৩ জানুয়ারি ২০২৬
রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন-টিচিং কর্মী নিয়োগের জন্য বাছাই পরীক্ষা আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র জন্য হবে। এসএসসি প্রাথমিকভাবে গ্রুপ সি-র পরীক্ষা ১ মার্চ এবং গ্রুপ ডি-র পরীক্ষা ১৫ মার্চ নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার পরীক্ষা আরও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার জন্য প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব শীঘ্রই একটি বৈঠক ডাকা হবে। উল্লেখযোগ্যভাবে, এই পরীক্ষার জন্য অনলাইনে প্রায় ১৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।
এসএসসি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ডি পরীক্ষার জন্য ১৫ মার্চ তারিখ প্রস্তাব করা হয়েছিল। দোলের সময় কাছাকাছি থাকায় কমিশন ৮ মার্চ পরীক্ষা নিতে কিছুটা দ্বিধায় ছিল। তবে রাজ্য সরকার আশ্বস্ত করেছে, সমস্ত রকম ব্যবস্থাপনা ঠিকঠাক করা সম্ভব হবে।
শিক্ষা দফতরের মতে, পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। কারণ, দেরি হলে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের জেরে নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। সাধারণত রাজ্যে বিধানসভা নির্বাচন মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। এক আধিকারিক জানান, 'এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।'
সরকারের আশঙ্কা, যদি ১৫ মার্চ গ্রুপ ডি পরীক্ষা নেওয়া না যায়, তবে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য থমকে যেতে পারে। উল্লেখযোগ্যভাবে, স্কুল নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার জেরে ২০২৫ সালের এপ্রিল মাসে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়। তাঁদের মধ্যে ৮,৫৪৪ জন ছিলেন নন-টিচিং কর্মী।
নতুন নিয়োগ অভিযানের অংশ হিসেবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য অনলাইনে প্রায় ১৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে, দু’টি গ্রুপেই প্রায় ৮ লক্ষ করে আবেদন এসেছে। গত বছর এসএসসি নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে বিজ্ঞাপন প্রকাশ করে জানিয়েছিল, জানুয়ারিতেই পরীক্ষা হবে। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সেই সময়সূচি সংশোধন করতে হয়।
১৭,২০৯ জন শিক্ষকের চাকরি বাতিলের পর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। সেই প্রক্রিয়া শেষ করেই নন-টিচিং পরীক্ষার আয়োজন করতে চায় এসএসসি। সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এক এসএসসি আধিকারিক জানান, 'নন-টিচিং পরীক্ষার সময়সূচি কিছুটা পিছিয়েছে। চূড়ান্ত সময়সূচি ২৭ জানুয়ারি প্রকাশ করা হবে।'