নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন ধরে শহরে বৃদ্ধি পাচ্ছিল তাপমাত্রা। আজ, শুক্রবার আচমকাই একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোতে দক্ষিণবঙ্গ থেকে শহরে ফিরেছে শীতের আমেজ। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।মূলত উত্তুরে হাওয়ার দাপটে কিছুটা হলেও শহরে পারদের পতন হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও কমেছে তাপমাত্রা। তবে জম্মু ও কাশ্মীরে শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা প্রবেশ করেছে। যার ফলে রাজ্যে তাপমাত্রা ফের বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার, সকালে ছিল হাল্কা কুয়াশা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।