• মমতার ‘বরখাস্তে’র চিঠি নবান্নে পাঠাবে যুব মোর্চা
    আনন্দবাজার | ২৩ জানুয়ারি ২০২৬
  • আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের ‘অপশাসনে’র অভিযোগ তুলে এলাকা ভিত্তিতে মানুষের ‘না-পাওয়া’ সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই ‘চার্জশিট’-প্রচার চালাচ্ছে রাজ্য বিজেপি। এ বার শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ-দুর্নীতির মতো নানা অভিযোগকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপসারণের দাবিতে ‘বরখাস্ত-পত্র’ লিখে তা নবান্নে পাঠাতে চলেছে ভারতীয় জনতা যুব মোর্চা। সূত্রের খবর, এই মর্মে লেখা চিঠিতে রাজ্য জুড়ে সই-সংগ্রহ অভিযানও শুরু হয়েছে।

    মোর্চা সূত্রে খবর, মমতা ও তাঁর সরকারের অপসারণের দাবিতে লেখা বরখাস্ত-চিঠি নিয়ে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। তাতে সই করানো হবে অন্তত ১০ লক্ষ যুবক-যুবতীকে। তার পরে সেই চিঠি নবান্নে পৌঁছে দেওয়া হবে। যুব মোর্চার রাজ্যের এক শীর্ষ নেতা বলেছেন, “সামনেই রাজ্য জুড়ে মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হবে। এর মাঝে পরীক্ষার্থীদের অসুবিধা করে কোনও কর্মসূচি নেওয়া হবে না। তাই অভিযান শব্দটা কর্মসূচিতে থাকছে না। তবে নবান্নে ওই চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।” বিজেপি সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার কর্মসূচির সূচনা করেছেন। রাজ্য বিজেপির এক নেতা বলেছেন, “তৃণমূলের রাজত্বে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যুব সম্প্রদায়। শিল্প নেই, চাকরি বিক্রি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শিক্ষিত বেকারদের ঘুগনি বেচতে বলেছেন! এর প্রতিবাদে যুব সমাজই মুখ্যমন্ত্রীকে বরখাস্তের চিঠি ধরাবে।”
  • Link to this news (আনন্দবাজার)