• সুভাষের চিতাভস্ম দেশে ফেরাতে আর্জি অনিতার
    আনন্দবাজার | ২৩ জানুয়ারি ২০২৬
  • সুভাষচন্দ্র বসুকে এক বার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান ও ঘৃণা করেন। তিনি বলেছিলেন, “নির্বাসনে থাকা।” এই কথাটি উল্লেখ করে নেতাজির জন্মদিবসের প্রাক্কালে আরও এক বার তাঁর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানালেন কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে তিনি লিখেছেন, ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও সুভাষচন্দ্র বসুর পার্থিব অবশেষ মাতৃভূমি থেকে ‘নির্বাসিত’ অবস্থায় রয়েছে। অনিতা মনে করিয়েছেন, টোকিয়োতে বসবাসকারী ভারতীয়দের অনুরোধে রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত নেতাজির পার্থিব অবশেষ ‘কয়েক মাসের জন্য’ নিরাপদে সংরক্ষণ করতে সম্মত হয়েছিলেন। সেই থেকে ৮০ বছরেরও বেশি অতিক্রান্ত। অনিতার আর্জি, সুভাষচন্দ্রের চিতাভস্ম চূড়ান্ত ও উপযুক্ত শেষকৃত্যের জন্য ভারতে ফিরিয়ে আনা হোক। যদিও বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কি না, তা নিয়ে এখনও নানা মত রয়ে গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)