• 'অপারেশন কাগার': নিহত এ রাজ্যের মাওবাদী সমীরও
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • চিত্রদীপ চক্রবর্তী

    ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। সারান্ডার জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১৫ জন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য 'অনল দা' ওরফে পতিরাম মাঝি। যাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি টাকা। বৃহস্পতিবারের এনকাউন্টারে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের এক মাওবাদী নেতাও। তাঁর নাম, সমীর সরেন ওরফে সুরেন্দ্রনাথ সরেন। সমীরের বাড়ি বাঁকুড়ার বারিকুলে। সংগঠনে আসার পরে এক সময়ে বাঁকুড়ার দায়িত্বে থাকা মাওবাদী রাজ্য কমিটির নেতা রঞ্জিত পালের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি।

    দশ বছর আগে রঞ্জিত এবং তাঁর স্ত্রী আত্মসমর্পণ ক্লাস নাইনে পড়ার সময়ে ২০০৭-এ সমীর তৎকালীন মাওবাদী নেতা যুধিষ্ঠির মাহাতো ওরফে অর্জুনের হাত ধরে মাওবাদী সংগঠনে যোগ দেন। করলেও সমীর সে পথে না হেঁটে ঝাড়খণ্ডের স্কোয়াডে যোগ দেন। শুধু তিনি নন, পড়শি রাজ্যের সারান্ডার জঙ্গলে গিয়ে ডেরা বাঁধেন এক সময়ে মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলও। যদিও এ দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের পরে আকাশ কোথায় গিয়েছেন, তা স্পষ্ট করতে পারেননি পুলিশকর্তারা।

    ঝাড়খণ্ডের ইনস্পেক্টর জেনারেল (অপারেশনস) মাইকেল রাজ বলেন, ' অনল দা-সহ মোট ১৫ জন মাওবাদী নিহত হয়েছেন। ওই কমান্ডারের মাথার দাম এক কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। এরই পাশাপাশি সুরেন্দ্রনাথের মাথার দামও ঘোষণা করা হয়েছিল।' বৃহস্পতিবার সকালে পশ্চিম সিংভূমের কিরি-বুরু থানা এলাকার কুমদিতে মাওবাদীদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সকাল ৬টা নাগাদ সারান্ডার জঙ্গলে হানা দেয় ঝাড়খণ্ড পুলিশ এবং আধাসেনার যৌথবাহিনী। পুলিশ জানিয়েছে, জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।

    রাজ্য পুলিশ সূত্রের খবর, ২০০৯ থেকে টানা অভিযানের পরে বাংলায় মাওবাদী সংগঠন কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। সে সময়ে একাধিক স্কোয়াড সদস্য পাশের রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে গা ঢাকা দেন। এর মধ্যে আকাশ, সমীরের পাশাপাশি আরও বেশ কয়েক জন নেতা রয়েছেন। ওয়ান্টেড এই নেতাদের নামে ঝাড়খণ্ড পুলিশ এর আগে বাড়িতে নোটিসও ঝুলিয়ে গিয়েছে। 'অপারেশন কাগার'-এ এই প্রথম এ রাজ্যের কোনও মাওবাদী নেতা নিহত হলেন।

  • Link to this news (এই সময়)