• পর পর ৩ জনকে ধাক্কা মেরে ফুটপাথে উঠল বেপরোয়া গাড়ি, সরস্বতী পুজোর সকালে উল্টোডাঙায় দুর্ঘটনা
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • সরস্বতী পুজোর দিনে উল্টোডাঙায় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিচালক-সহ তিন জনকে ধাক্কা দিল বেপরোয়া চার চাকার গাড়ি। আহতদের একজনের অবস্থা গুরুতর। তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে ওই গাড়ির চালককেও।

    এ দিন ওই চার চাকার প্রাইভেট গাড়িটি কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গাড়ির গতি খুব বেশি ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে গাড়িটি বিএসএনএল টাওয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রথমে একটি স্কুটিতে ধাক্কা দেয়। এর পরে তা ফুটপাতে উঠে যায় এবং এক পথচারীকে ধাক্কা দেয়। গাড়িটি একটি অস্থায়ী দোকানেও ধাক্কা দেয় বলে সূত্রের খবর। ঘটনায় স্কুটির চালক-সহ তিন জন আহত হন। তাঁদের মধ্যে পথচারীর অবস্থা আশঙ্কাজনক। ওই ব্যক্তিকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, পথচারীর মৃত্যু হয়েছে। যদিও এখনও পুলিশ তা নিশ্চিত করেনি।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকে। আটক করা হয়েছে গাড়ির চালককেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটিতে তিন জন ছিলেন। কী কারণে এই দুর্ঘটনা? বেপরোয়া গতিই কি কাল হলো? উঠছে প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)