• ‘জয় জয় দেবী চরাচর সারে’ মন্ত্র পড়ল AI, ঘোষ পরিবারে বিদ্যা-বুদ্ধির দেবীর পুজো কৃত্রিম বুদ্ধিমত্তায়
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • ফুলের ডালি সাজানো, ফল কাটা শেষ। আলপনা দেওয়ার কাজ চলছে। কচিকাঁচারা হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে মায়ের সামনে বসেছে। ধূপ-ধুনো জ্বেলে এ বার পুজো শুরুর পালা। খোঁজ শুরু হয় পুরোহিতের। বছর দশকে আগে কার্যত রাস্তা থেকে তুলে আনা হতো পুরোহিতকে। এখনকার দিনে ঘন ঘন ফোন কল। সকলেরই এক আবদার, ‘আমাদের পুজোটা আগে করে দিন পুরুতমশাই, ছোটরা উপোস করে বসে আছে অঞ্জলি দেবে বলে।’ পুরোহিতের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ। বিদ্যা-বুদ্ধির দেবীর পুজোয় কাজে লাগল কৃত্রিম বুদ্ধিমত্তা।

    শয়নে-স্বপনে-নিদ্রা-জাগরণে মনুষ্য সমাজ যে AI নির্ভর হতে চলেছে আগামী দিনে তার প্রমাণ মিলল সরস্বতী পুজোতেও। বনগাঁর সুভাষপল্লির বাসিন্দা সুশোভন ঘোষের উদ্যোগে সরস্বতী পুজো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে। পুরোহিতের কাজ করে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা।

    পুরোহিতের অপেক্ষায় থাকার সমস্যা দূর করতেই সুশোভনের মাথায় আসে এই ভাবনা। AI সঠিক ভাবে মন্ত্রোচ্চারণ করতে পারে, তা হলে পুরোহিত ছাড়াও পুজো সম্পন্ন করা সম্ভব— এই চিন্তা থেকেই শুরু করেন কাজ। মোবাইলের মাধ্যমে এআই ব্যবহার করে মন্ত্র যাচাই করে দেখেন তিনি। মোবাইলে AI-এর মাধ্যমে উচ্চারিত মন্ত্র শুনেই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা একযোগে মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করেন। পাড়ার কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও এই অভিনব উদ্যোগে অংশ নেন। নতুন এই ভাবনা দেখে রীতিমতো চমকে যান এলাকার বাসিন্দারা।

    সুশোভন বলেন, ‘হাতের কাছে তো সবারই এখন মোবাইল, ইন্টারনেট রয়েছে। ভাবলাম, AI দিয়ে কিছু করা যায় কি না দেখা যাক। দেখলাম, পঞ্জিকার নিয়ম মেনেই পুরো কাজটা করে দিল AI। সংস্কৃততেই মন্ত্রপাঠ হয়েছে। নিজেদের মতো করেই পুজো করতে পেরেছি।’ AI-এর সাহায্য পুজো করে খুশি গৃহকর্ত্রী। তাঁর কথায়, ‘এআই দিয়ে মন্ত্র শুনে নিজেদের মতো করে পুজো মানসিক তৃপ্তি পেয়েছি। কত বার কী নিয়মে পুজো করতে হবে, কী ভাবে মন্ত্র বলতে হবে– সবই এআই বুঝিয়ে দিয়েছে।’

    এই ঘটনায় পুরোহিতদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি তাঁদের পেশায় প্রভাব ফেলতে পারে। তবে অনেকেই মনে করছেন, AI সহায়ক হিসেবে ব্যবহার হতে পারে, সম্পূর্ণ বিকল্প হিসেবে নয়।

  • Link to this news (এই সময়)