• কলকাতামুখী চলন্ত এক্সপ্রেসে ওঠার চেষ্টা, স্বামীর সামনেই ট্রেনের তলায় পড়ে গেলেন স্ত্রী, তার পর...
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৬
  • চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা। পা পিছলে ট্রেনের তলায় গড়িয়ে পড়লেন মহিলা। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো তাঁর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁর স্বামী। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। মৃতার নাম অঞ্জনা ধর (৪৫)। তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ নগরের বাসিন্দা।

    জানা গিয়েছে, এ দিন জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে কলকাতাগামী একটি সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার কথা ছিল অঞ্জনা,তাঁর স্বামী এবং পরিবারের সদস্যদের। তারাপীঠে যাওয়ার কথা ছিল তাঁদের। এ দিন সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা স্টেশনে পৌঁছন। সেই সময়ে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করেন ওই মহিলা এবং তাঁর স্বামী। স্বামী ওই ট্রেনে উঠে পড়েন। কিন্তু পা পিছলে লাইনে পড়ে যান অঞ্জনা। সেই সময়ে চেন টেনে ট্রেন থামিয়ে তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন যাত্রীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। রেলকর্মীরা গিয়ে তাঁর দেহ উদ্ধার করেন। ট্রেনটি বেশ কিছুক্ষণ আটকে ছিল। চিকিৎসকরা ওই মহিলার দেহ পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    রেলের এক কর্মী বলেন, ‘চলন্ত ট্রেনে এ ভাবে না ওঠার জন্য আমরা বার বার আবেদন করি। সচেনতা ক্যাম্পেন চালানো হয়। কিন্তু তার পরেও পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে।’

  • Link to this news (এই সময়)