• সরস্বতী পুজোর সকালে খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরস্বতীর পুজোর সকালে খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার সকালে ঘটনাটি কলকাতার উল্টোডাঙ্গা চত্বরে হাডকো মোড়ে।

    জানা গিয়েছে, ভয়াবহ পথ দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন এক স্কুটি চালক। আহত স্কুটি চালককে তড়িঘড়ি আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট চারচাকা গাড়ি। গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে অভিযোগ।

    হাডকো মোড়ের কাছে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মারে গাড়িটি। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়।

    ধাক্কার জেরে পথচারী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এরপর নিয়ন্ত্রণহীন গাড়িটি ফুটপাথের উপর থাকা একাধিক দোকানে গিয়ে সজোরে ধাক্কা মারে।

    ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত স্কুটি চালককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রাফিক পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আরজিকর হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর এবং চিকিৎসা চলছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্রেক ফেল, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নাকি অন্য কোনও কারণ, সব দিক থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    প্রসঙ্গত, গত মাসে মা ফ্লাইওভারে দুর্ঘটনার ফলে আহত হন তিন জন। জানা গিয়েছিল, একটি গাড়ি আসছিল গড়িয়ার দিক থেকে এবং আরেকটি গাড়ি আসছিল বাইপাস ধাবার দিক থেকে।

    একটি গাড়ি মা ফ্লাইওভারে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই অপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি ধাক্কা খেলে উলটো দিকে ঘুরে অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

    নভেম্বর মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক স্কুলছাত্রের। সাইকেলে চেপে স্কুলে যাওয়ার সময় বেপরোয়া একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় পড়ুয়াটি।

    ঘটনার জেরে বাসটিকে আটক করা হয়েছে৷ বর্তমানে চালক ফেরার৷  ওই মাসেই  সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত হন এক প্রৌঢ় দম্পতি। আচমকা বাসের ধাক্কায় গুরুতর আহত হন স্বামী-স্ত্রী।

    ঘটনার জেরে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত দুজনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়।
  • Link to this news (আজকাল)