• 'নেতাজিকেও হিয়ারিংয়ে ডাকা হত?' কটাক্ষ মমতার, সুভাষচন্দ্রের জন্মদিনেও ইস্যু SIR
    আজ তক | ২৩ জানুয়ারি ২০২৬
  • SIR ইস্যুতে রাজ্য রাজনীতিতে চাপানউতোর অব্যাহত। এই প্রসঙ্গে কমিশনকে কটাক্ষ করে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিশিষ্ট, গণ্যমান্য ব্যক্তিত্বরা যেভাবে SIR হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন সেই প্রসঙ্গে মমতা বলেন, 'নেতাজি বেঁচে থাকলে কি তিনিও হিয়ারিংয়ে ডাক পেতেন?"

    আজ রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯-তম জন্মবার্ষিকী উদযাপন হয়। শ্রদ্ধার্ঘ মঞ্চ থেকে মমতা বাংলার অস্মিতা, বাংলা ভাষা, বাংলার মনীষীদের অপমান করা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন মমতা।

    SIR প্রসঙ্গ টেনে মমতা বলেন, "ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে ফেলা হচ্ছে। গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, বল্লভ ভাই প্যাটেল, রাজেন্দ্রনাথ প্রসাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর... সকলের স্বপ্ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাঁকে হিয়ারিংয়ে ডাকা হত? নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাঁকেও ডাকা হত যে তিনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো ডেকেছে। ১ লক্ষ ৩৮ হাজার মানুষকে ডেকেছে। তার আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছে। মোট সংখ্যা ২ কোটি। ৭ কোটির মধ্যে ২ কোটি মানুষ বাদ চলে গেলে কত মানুষ তার অধিকার হারায়? SIR-এ ১১০ জনের বেশি মানুষ মারা গেছে। রোজ কত মানুষ আত্মহত্যা করছে। কেন এর বিরুদ্ধে কেস হবে না? পার্টির নাম নাই বা বললাম। আরও ৪০-৪৫ জন হাসপাতালে লড়াই করছে।"

    তাঁর আরও দাবি, 'আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে, বাংলায় বন্দ্যোপাধ্যায় লিখি। আলাদা বানান হলে মিসম্যাচ বলে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।'

    মমতা বলেন, নেতাজির যে স্লোগান ছিল দিল্লি চলো, সেই দিল্লির চক্রান্তের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়ব, সম্মান রক্ষা করব। দিল্লি এখন চক্রান্ত নগরী, সারাক্ষণ বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি, তা ভুলে যাওয়া হয়েছে। আজও তাঁর জন্মদিনে জাতীয় ছুটির দিবস ঘোষণা হয়নি। কেন্দ্র বাংলাকে অপমান করছে বলে দাবি করেন মমতা।
  • Link to this news (আজ তক)