ঠান্ডা লাগছে আজ! ৫ বছরে শীতলতম সরস্বতী পুজো? তথ্য যা বলছে
আজ তক | ২৩ জানুয়ারি ২০২৬
২০২১ সাল
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। ভোরের দিকে কুয়াশা বা হালকা ধোঁয়াশা থাকলেও সারাদিন আবহাওয়া মোটের উপর সহনীয় ছিল। শীতের অনুভূতি থাকলেও তা খুব তীব্র ছিল না।
২০২২ সাল
এর পরের বছর, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি, কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও খানিকটা কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৩ থেকে ২৪ ডিগ্রি। সকালের কুয়াশা কাটার পর আকাশ পরিষ্কার থাকলেও, সারাদিন তুলনামূলক ঠান্ডাই ছিল।
২০২৩ সাল
২০২৩ সালের ছবিটা একেবারেই আলাদা। ২৬ জানুয়ারি কলকাতায় জানুয়ারি মাসের উষ্ণতম দিন ছিল। দিনের তাপমাত্রা এক সময়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। যদিও ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৯ ডিগ্রিতে। সেটিও আবার সেই বছরের অন্যতম কম তাপমাত্রার রেকর্ড ছিল। কিন্তু সরস্বতী পুজোর দিন দুপুরবেলার চিড়বিড়ে গরম সেই শীতের অনুভূতিকে অনেকটাই কমিয়ে দিয়েছিল।
২০২৪ সাল
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোয় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বসন্তের শুরুতেই বেশ গরম টের পাওয়া যাচ্ছিল। শীতের অনুভূতি কার্যত ছিলই না।
২০২৫ সাল
গত বছর, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছিল। সেই দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮১ ডিগ্রি সেলসিয়াস। ফলে সরস্বতী পুজোর দিন গরমের যথেষ্ট দাপট ছিল। শাড়ি, পাঞ্জাবি পরে অনেকেই গরমে হাঁসফাঁস করছিলেন।
২০২৬ সাল: এই বছর
তবে সেদিক দিয়ে এবার গরম অনেকটাই কম। ২৩ জানুয়ারি ২০২৬-এ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভোর থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া মনোরম। রাতের দিকে শীত বাড়তেও পারে।
অর্থাৎ, গত কয়েক বছরের সরস্বতী পুজোর তুলনায় ২০২৬ সালের তাপমাত্রা অনেকটাই কম। বিশেষত দিনের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি কিছুটা বেশি। অর্থাৎ খাতায় কলমে সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড না হলেও, গরম যে সেভাবে লাগবে না, তা বলাই যায়।