নয়ডা ও আমেদাবাদের একাধিক স্কুলে বোমাতঙ্ক! তদন্তে পুলিশ
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: বসন্ত পঞ্চমীর সকালেই দেশের দুই রাজ্যের একাধিক স্কুলে বোমাতঙ্ক! উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাতের আমেদাবাদ, এই দুই শহরের বেশ কয়েকটি বেসরকারি ও প্রথম সারির স্কুলে আজ, শুক্রবার সকালেই বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল আসে। নয়ডায় দুটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ই-মেল আসে। তাই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের বাসে করে বাড়ি পাঠিয়ে দিয়ে ছুটি ঘোষণা করে নয়ডার ওই দুই স্কুল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড ও পুলিশে।স্কুলদুটিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বোম্ব স্কোয়াড, রয়েছে স্নিফার ডগও। একই সঙ্গে কোথা থেকে ই-মেলটি এসেছে, সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গুজরাতের আমেদাবাদের একাধিক বেসরকারি স্কুলেও এদিন বোমা হামলার হুমকি মেল আসে। খবর পেয়ে সেই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ, বোম্ব স্কোয়াড, দমকল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।