• ফের ইন্দোরে দূষিত জল পান করে অসুস্থ ২২
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • ইন্দোর, ২৩ জানুয়ারি: দেশের স্বচ্ছতম শহর। সরকারে বিজেপি, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার। তারপরেও মধ্যপ্রদেশের ইন্দোরে পরিষ্কার জল জুটছে না! এমনই তীব্র কটাক্ষ বিরোধী রাজনৈতিক দলগুলির। কিছুদিন আগেই ইন্দোরে দূষিত জল পান করে ২৩ জনের মৃত্যু হয়। যাকে কেন্দ্র করে কাঠগড়ায় তোলা হয় মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে। এবার ফের ইন্দোরে দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়লেন ২২ জন। যার মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইন্দোরের মৌ এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, দূষিত জল পান করেই শরীর খারাপ হয়েছে এই ২২ জনের। ৯ জন হাসপাতালে ভর্তি হলেও, বাকিদের ঘরে রেখেই চিকিংসা চলছে বলে  জানা গিয়েছে।গতকাল, বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসতেই প্রশাসন তৎপর। সূত্রের খবর, ৯ জনের রক্তপরীক্ষায় জন্ডিস ধরা পড়েছে। জেলাশাসক শিবম ভার্মা হাসপাতালে গিয়ে দেখা করেছেন অসুস্থদের সঙ্গে। স্বাস্থ্য দফতরের একটি দল আজ, শুক্রবার ঘটনাস্থলে এসে খতিয়ে দেখছে। তদন্ত করে একটি রিপোর্টও জমা দেবে তারা। কিছুদিন আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল খেয়ে ১৫ জনের মৃত্যু হয় বলে সরকারি রিপোর্টে দাবি করা হয়। কিন্তু স্থানীয়রা জানান বমি, কাশি, ডায়রিয়াতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে এবং ভবিষ্যতে যাতে এই জল দূষণের বিষয়টি না ঘটে, সেটির ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। এরই সঙ্গে মধ্যপ্রদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।  
  • Link to this news (বর্তমান)