বাইক ট্যাক্সির উপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কর্ণাটক হাইকোর্ট, শর্ত আরোপ করে পরিষেবা চালুর নির্দেশ
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
বেঙ্গালুরু ২৩ জানুয়ারি: কর্ণাটকে বাইক ট্যাক্সির পরিষেবার উপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল হাইকোর্ট। এর আগে কর্ণাটকে অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল কর্ণাটক হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ, শুক্রবার প্রধান বিচারপতি ভিভু বাকরু ও বিচারপতি সিএম যোশীর ডিভিশন বেঞ্চ, স্পষ্ট জানিয়েছে কর্ণাটকে বাইক ট্যাক্সি চলবে। যার ফলে স্বস্তিতে ফিরেছে ওলা, উবেরের মতো কোম্পানিগুলি। কর্ণাটক সরকারই রাজ্যে বাইক ট্যাক্সির উপর নিষেধাজ্ঞা চাপায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা হয়, যদিও নিষেধাজ্ঞা বহাল রাখে সিঙ্গল বেঞ্চ। তারপরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় অ্যাপ বাইক কোম্পানিগুলি।যার প্রেক্ষিতে এদিন এই নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। তবে ওই কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্ণাটক সরকারের কাছে আবেদন জানাতে, যাতে পরিষেবা শুরু করা যায়। আইন মেনে সিদ্ধারামাইয়ার সরকার পরবর্তী সিদ্ধান্ত জানাবে। আদালতের এই নির্দেশে খুশি নাম্মা বাইক ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহম্মদ সালিম। তিনি জানিয়েছেন, ‘খুবই ভালো খবর। বাইক ট্যাক্সির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মানুষ সেটির ব্যবহার করবে। এবার পরিবহণের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে বিকল্প পথ খোলা রইল। এবার আশা করি আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার নির্দিষ্ট আইন-কানুন লাগু করবে ও দ্রুত পরিষেবা শুরু হবে।’