• কারাগারে ‘ভালোবাসা’, বিয়ের জন্য প্যারোলে ছাড়া পেলেন দুই খুনি
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • জয়পুর, ২৩ জানুয়ারি: দু’জনেই দাগী আসামি। খুনের মামলায় দোষী সাব্যস্ত। জেলে খাটছিলেন সাজা। কিন্তু সেই কারাবাসেই শুরু হল ভালোবাসা। আর সেই ভালোবাসা পেল পূর্ণতা। রাজস্থানের এমনই এক খবরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ, দু’জনেই খুনি। ২০১৮ সালে ডেটিং অ্যাপে আলাপ হওয়া এক যুবককে খুন করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রিয়া শেঠ। সেই মামলায় সাজা খাটছিলেন তিনি। অপরদিকে ২০১৭ সালে পাঁচজনকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হন হনুমান প্রসাদ।দু’জনেই ছিলেন একই জেলে। ছ’মাস আগে প্রিয়া শেঠ যে কারাগারে বন্দি ছিলেন, সেখানেই হনুমান প্রসাদের সঙ্গে দেখা হয় তার। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালোবাসার বাঁধনে আবদ্ধ হন দু’জনে। তারপরেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। বিষয়টি জেলারের মাধ্যমে পৌঁছোয় রাজস্থান হাইকোর্টে। প্রিয়া ও হনুমান জানান, তারা বিয়ে করতে চান। সবদিক খতিয়ে দেখে, সেই কারণে রাজস্থান হাইকোর্ট তাদের বিবাহের জন্য ১৫ দিনের প্যারোলের সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। এই প্যারোলেই বেরিয়ে আজ, শুক্রবার বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই খুনি যুগল।  
  • Link to this news (বর্তমান)