• জানুয়ারিতেই বাংলার বাড়ি প্রকল্পে তেহট্টে ২,৯১৬ জনকে প্রথম কিস্তির টাকা
    বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, তেহট্ট : বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৯১৬ জন উপভোক্তা সুবিধা পাবেন। এই সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হন তার জন্য এসআইআরের আবহে উপভোক্তাদের নথিভুক্তকরণ করেছেন ব্লক প্রশাসনের আধিকারিক থেকে অন্যান্য কর্মীরা। জানুয়ারি মাসের মধ্যেই তাঁদের প্রথম  কিস্তির ৬০ হাজার টাকা পাবেন।  কিন্তু যদি এই টাকা পাওয়ার পরও তাঁরা  ঘরের কাজ না শুরু করেন  তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিও সঞ্জীব সেন জানিয়েছেন। ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, তেহট্ট-১ নম্বর ব্লকের ১১টি পঞ্চায়েতে প্রথম পর্যায়ে ১,৯১৯ জন বাংলার বাড়ি পেয়েছেন। তাঁদের মধ্যে নয় জন টাকা ফেরত দিয়েছেন। ১৫ জন ঘরের কাজ শেষ করতে পারেননি। তাঁদের বিরুদ্ধে ব্লক প্রশাসন নিয়েছে। এই দ্বিতীয় পর্যায়ে  এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রথম থেকেই সতর্ক প্রশাসন। উপভোক্তাদের থেকে লিখিত অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে। টাকা পাওয়ার পরেই ঘরের কাজ শুরু করতে হবে। তা না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পাবেন উপভোক্তারা।  ঘরের কাজ শুরু হয়েছে এই ছবি ও সরেজমিনে তদন্তের পর দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। এর মধ্যে ঘরের কাজ কেমন হচ্ছে তা সরেজমিনে তদন্ত করতে যাবেন  ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। তারপর তাঁরা দ্বিতীয় কিস্তির টাকা হাতে পাবেন।
  • Link to this news (বর্তমান)