উল্টোডাঙায় বেপরোয়া গতির জের! ফুটপাতে উঠল গাড়ি, মৃত ১
বর্তমান | ২৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরস্বতী পুজোর দিনই মর্মান্তিক ঘটনা। শহরে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক পথচারীর। জখম আরও ১। আজ, শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উল্টোডাঙাতে। পুলিশ সূত্রে খবর, কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। অতিরিক্ত গতি ছিল গাড়িটির।আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে পড়ে। সেই সময়ে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। তাকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। একটি স্কুটারকেও ধাক্কা মেরে থমকে যায় গাড়িটি। পুলিশ ইতিমধ্যেই ওই গাড়ি সহ চালককে আটক করেছে। স্কুটার চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ওই পথচারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাড়িটির বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তদন্ত শুরু করেছে মানিকতলা থানা।