• সুপ্রিম নির্দেশের সময়সীমা শেষ, আত্মসমর্পণ করলেন না প্রাক্তন BDO প্রশান্ত, বড় পদক্ষেপ?
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন আদালতের কাছে আত্মসমর্পণ করলেন না শনিবার। সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমা শেষ হয়েছে শনিবার। এর আগে প্রশান্তর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বিধাননগর পুলিশ। তাই এ বার নতুন কী পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছেন তদন্তকারীরা।

    মামলার সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের মনে হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তিনি আত্মসমর্পণ করবেন। কিন্তু তা করলেন না। ফলে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।’

    উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিধাননগরের দত্তাবাদ থেকে স্বপন কামিলা নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পরের দিন, অর্থাৎ ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালধার থেকে স্বপনের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা চুরি গিয়েছিল। সেই সোনা স্বপন কিনেছেন, এই সন্দেহে তাঁকে অপহরণ করা হয়। ওই ঘটনায় নাম জড়ায় বিডিও–র। তদন্তে প্রশান্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পুলিশ সরকারি আমলাকে গ্রেপ্তার না করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। খুনের মামলায় একের পর এক সঙ্গী গ্রেপ্তার হতে থাকায় ২৬ নভেম্বর বারাসত জে‍লা আদালত থেকে আগাম জামিন নেন বিডিও। এরপর ২৯ নভেম্বর ফের তিনি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করেও জামিন নেন। সেই জামিনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় পুলিশ। ২২ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশ বাতিল করে তাঁকে তিনদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

    এর পরে কার্যত লোকচক্ষুর অন্তরালে চলে যান অভিযুক্ত বিডিও। শেষ পর্যন্ত বিধাননগর পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফেরার থাকা অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। গত ১৯ জানুয়ারি শীর্ষ আদালতেও ধাক্কা খান তিনি। বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ ২৩ জানুয়ারির মধ্যে বিধাননগর আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই নির্দেশের পরেই প্রশান্তকে সরিয়ে রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করে রাজ্য সরকার। কিন্তু এতকিছুর পরেও শুক্রবার আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন।

  • Link to this news (এই সময়)