• বাগদেবীর আরাধনায় অভিনবত্ব! মুগ্ধ আর্জেন্টিনাবাসী
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৬
  • মিল্টন সেন, হুগলি,২৩ জানুয়ারি: শ্রীরামপুর কলেজ উন্নয়নের পাঁচালিতে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী। ঐতিহাসিক কলেজের সেই অভিনবত্ব ফ্রেমবন্দি হল আর্জেন্টিনা বাসীর ফোনে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৮ সালে। উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠা করেন। এটি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

    পাশাপাশি এই প্রতিষ্ঠান এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত। প্রত্যেক বছর গঙ্গা তীরবর্তী এই কলেজের রীতি অনুযায়ী সরস্বতী পুজো হয়ে থাকে। এবছর তেইশে জানুয়ারি সরস্বতী পুজো। একদিকে পালিত হচ্ছে দেশ নায়কের জন্মদিন, পাশাপাশি পূজিত হচ্ছেন বিদ্যার দেবী। 

    তবে এবছর কলেজের সরস্বতী বন্দনায় উঠে এসেছে রাজ্যের উন্নয়নের ছবি। কলেজের মূল দ্বারের সামনে তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে উন্নয়নের পাঁচালি ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ছোঁয়া। তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান।

    শ্রীরামপুর কলেজের সরস্বতী পূজা মানেই উৎসব। শুধুমাত্র শহরের মানুষ নয়, উৎসব উপভোগ করতে প্রাচীন এই কলেজে আসেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। শুক্রবার ডেনিস উপনিবেশ শ্রীরামপুরে সরস্বতী পুজো দেখতে এসে খুশি এক আর্জেন্টিনা বাসী। ফ্রেমবন্দী করলেন উন্নয়নের পাঁচালিতে বিদ্যা দেবীর পূজা।

    পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবছরই কিছু না কিছু অভিনব বিষয় থাকে পুজোর থিমে। তবে দিনের পর দিন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য জনমুখী প্রকল্পের উদ্বোধন করে চলেছে। ফলস্বরূপ লাভবান হচ্ছেন ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই। সেটা তুলে ধরার লক্ষ্যে এবং সকলকে সেই সম্পর্কে অবগত করতেই এই ভাবনা উন্নয়নের পাঁচালি।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)