• মালদায় ফের আক্রান্ত BLO, বাঁচাতে গিয়ে মাথা ফাটল আত্মীয়ের
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • মালদা জেলায় ফের আক্রান্ত আক্রান্ত হলে এক বুথ লেভেল অফিসার (বিএলও)। তাঁকে বাঁচাতে গিয়ে মাথা ফেটেছে তাঁর এক আত্মীয়ের। মালদার চাঁচল থানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি ১৯৩ নম্বর বুথের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই BLO এবং তাঁর আত্মীয়কে মারধর করার অভিযোগ উঠেছে কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা এবং তাঁর পরিবারের লোকদের বিরুদ্ধে। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

    জানা গিয়েছে, শুক্রবার আক্রান্ত হয়েছেন নিচলামারি ১৯৩ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও আনিসুর রহমান । ওই বুথের একটি পরিবার এলাকায় না থাকার জন্য তিনি তাঁদের শুনানির নোটিস দিতে পারেননি। তাঁর কাছে ওই নোটিস চান এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যা সাজেদা বেওয়া এবং তাঁর পরিবার। তবে তাঁদের হাতে ওই নোটিস দিতে রাজি হননি বিএলও।  যাঁর নোটিশ তাঁকেই দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।

    অভিযোগ, এর পরেই ওই বিএলওকে আক্রমণ করেন সাজেদা, তাঁর ভাই রবিউল ইসলাম, স্বামী হোসেন আলি এবং মেহেদি হোসেন পরিবারের লোকজন। ওই BLO-কে বাঁচাতে এসে আক্রান্ত হয়েছে তাঁর ভাগ্নে নুরুল ইসলাম। ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় এখন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নুরুল।

    তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি সাজেদা এবং তাঁর পরিবারের লোকজন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও জানিয়েছেন এলাকার কংগ্রেস নেতারা।

  • Link to this news (এই সময়)