• কঠিন দুর্বোধ্য শ্লোকের সরলীকরণ! বাগদেবীর পুজোয় বাংলায় মন্ত্রপাঠ
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • দেবদেবীর আরাধনা মানেই সংস্কৃত মন্ত্রোচ্চারণ। দুর্বোধ্য সংস্কৃত শ্লোক উচ্চারণে মাথায় ঢুকত না কিছুই। সরস্বতী পুজোও তার ব্যতিক্রম নয়।

    এতকাল দেবীর পুষ্পাঞ্জলি মানেই ছিল দুর্বোধ্য সংস্কৃত শ্লোকের অনুসরণ কিন্তু এ বার বদলে গেল সেই চেনা ছবিটা। গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং বাংলা ভাষাতেই উচ্চারিত হল সরস্বতী পুজো মন্ত্র, ব্যতিক্রমী প্রয়াস পূর্ব বর্ধমানে।

    ‘আমি যা বুঝি না,তা আমি অনুভব করি না"- সংস্কৃত ভাষা ও সেই ভাষায় উচ্চারিত মন্ত্র বোধগম্য হত না অধিকাংশের কাছেই, মন্ত্রের মর্ম বুঝতে না পেরে তা অনুভবও করতে পারতেন না অনেকে। তাই গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং মন্ত্রকে আরও সহজ সাধারণ করতে মাতৃভাষাতেই ব্যতিক্রমী সরস্বতী পুজোর আয়োজন করা হল পূর্ব বর্ধমানের জামালপুরে।

    ‘ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ।

    বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।

    এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।’

    না। এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা।

    শুধু কি তাই, সরস্বতীর প্রণাম মন্ত্র, ওম জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে- এই মন্ত্রও উচ্চারিত হলো বাংলায়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে।

    সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ, সরস্বতী পুজো থেকে অঞ্জলি সবই হলো বাংলায়। আর মাতৃভাষা বাংলাতে অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারাও।

    তবে এই প্রথম নয় আগের বছর থেকেই বাংলা ভাষায় সরস্বতী পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছিল বাংলায় সরস্বতীর আরাধনার মন্ত্র সম্মলিত বইও।

    পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে প্রতিষ্ঠাতা সম্পাদক চন্দন সাধু খাঁ বলেন, আমরা সব সময় বলে এসেছি যে,যার কাছেই প্রার্থনা কর না কেন মাতৃভাষা যা হবে অন্য ভাষায় তা সম্ভব না। তাই অনেকদিনের প্রচেষ্টায় শিক্ষক মারুৎ কাশ্যপে লিখনিতে বাংলা ভাষায় সরস্বতী পুজোর বই প্রকাশ করেছিলাম। গত বছরের মধ্যে এ বছরও বাংলাতেই পুজো হয়েছে আমাদের এখানে।’

  • Link to this news (এই সময়)