• আজমিরার সঙ্গে হাতেখড়ি রিয়ার, সৌহার্দ্যের শ্রীপঞ্চমী
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়, ধূূপগুড়ি: উৎসব সবার। শুক্রবার ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো রীতিমতো উৎসবেই পরিণত হলো। আর সেই উৎসবে ধর্মের বেড়াজাল টপকে ফুল নিয়ে হাত জড়ো করে ভক্তিভরে অঞ্জলি দিল আবদুল বারিক, আজমিরা পারভিনের মতো খুদেরা। প্রেস ক্লাবেই এ দিন গণ হাতেখড়ির আসর বসে। সেখানে মিষ্টি রায়, রিয়া রায়ের মতো খুদেদের সঙ্গে আবদুল, আজমিরাদেরও হাতেখড়ি হয়েছে।

    পুরোহিতের সঙ্গে গলা মিলিয়ে এ দিন মন্ত্রোচ্চারণ করতে দেখা গিয়েছে শতাধিক শিশুকে। কারও মাথায় ঘোমটা, কারও পরণে সালোয়ার কামিজ। পোশাকে ভেদ থাকলেও বাণী-বন্দনায় একাকার হয়ে যায় খুদেরা।

    ধূপগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এ দিন অভিভাবকরা সন্তানদের নিয়ে প্রেস ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক শামা পারভিন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবমশী, ধূপগুড়ির মহকুমাশাসক শ্রদ্ধা সুব্বা প্রমুখ। শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা।

    মহকুমা শাসক বলেন, 'প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গণ হাতেখড়ি অনুষ্ঠানে সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে, সেটাই রাজ্যের কৃষ্টি এবং সংস্কৃতির প্রকৃত পরিচয়। এমন ব্যতিক্রমী কর্মসূচি সমাজকে নতুন করে সম্প্রীতির পাঠ দিয়েছে।'

  • Link to this news (এই সময়)