• রাতেও জঞ্জাল পরিষ্কার শহরে, উদ্যোগী কোচবিহার পুরসভা
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়, কোচবিহার: জঞ্জাল সাফাই এবং নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পুরসভা। কাজের সুবিধার জন্য হেরিটেজ শহরকে চারটি জোনে ভাগ করা হচ্ছে। আরও নিবিড় ভাবে কাজের জন্য এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। শুধু দিনে নয়, রাতেও কোচবিহার শহরে জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। বুধবারই নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন দিলীপ সাহা।

    তারপরেই তিনি পুরোনো সিদ্ধান্ত রদবদল করেন। পুরসভার ২০টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে প্রত্যেকটি ওয়ার্ডের মাথায় একজন করে ইনচার্জ রাখা হবে। তিনিই ওই ওয়ার্ডে জঞ্জাল সাফাই এবং নিকাশির বিষয়টি দেখবেন। এতদিন বিশেষ কারণ ছাড়া রাতে বাজার এলাকার জঞ্জাল সাফাই হতো না। এ বার রাতেও সেটা শুরু করা হবে।

    দিলীপ বলেন, 'শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ঢেলে সাজানো হবে। যাতে করে রাজার শহর ২৪ ঘণ্টা একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। বাইরে থেকে বহু মানুষ এই শহরে আসেন। তাদের সামনে একটি সুন্দর পরিষ্কার শহর তুলে ধরাই মূল লক্ষ্য। আর জোন ভাগ করে এই সমস্ত কাজ করলে তাতে সুবিধা হবে। তার জন্য এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।'

    ২৯ জানুয়ারি কোচবিহার পুরসভায় বোর্ড মিটিং রয়েছে। সেখানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রতি বছর বর্ষায় বিভিন্ন ওয়ার্ডে নর্দমায় জল আটকে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়। দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এ বার থেকে বর্ষার আগে শহরের বড় নর্দমাগুলোর নীচ থেকে মাটি তুলে নিবিড় ভাবে সাফাই করা হবে। চেয়ারম্যান বলেন, 'বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে।'

  • Link to this news (এই সময়)