লখনউ: পিএম সূর্যঘর যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকল্পের অধীনে এবার শিক্ষকদের ঘরে ঘরে বসাতে হবে সোলার প্যানেল। নইলে বন্ধ করে দেওয়া হবে বেতন। সম্প্রতি যোগীরাজ্য উত্তরপ্রদেশের মউ জেলায় এমনই আজব ‘ফতোয়া’ জারি করল জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। আর এনিয়েই বিতর্ক চরমে।তবে এটি প্রথমবার নয়। এর আগে শিক্ষকদের কুকুরের উপর নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এলাকায় কাউকে কুকুরে কামড়ালে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে শিক্ষকদের। জখম ব্যক্তিকে হাসপাতাল নিয়ে যাওয়া, তাঁর টিকাকরণ করানো থেকে যাবতীয় কাজ করতে হবে মাস্টারমশাইদের। একইসঙ্গে এলাকায় কুকুরদের বাড়াবাড়ির উপরও নজর রাখতে হবে তাঁদের। এনিয়ে শিক্ষক মহল ও আমজনতার মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। সবার একটাই কথা, পড়ানো বাদে শিক্ষকদের দিয়ে বাকি সব কাজ করানো হচ্ছে। এরইমাঝে সামনে এল সোলার প্যানেল সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি। শিক্ষকদের উপর এভাবে চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, রাজ্যে পড়াশুনো শিকেয় উঠেছে। আজকাল কুকুর ধরা, বাড়িতে সোলার প্যানেল বসানোই শিক্ষকদের কাজ। এই সমস্ত আজব কাণ্ড-কারখানার মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকারের উপর হস্তক্ষেপ করছে ক্ষমতাসীন সরকার।সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে, পিএম সূর্যঘর যোজনার অধীনে প্রত্যেক শিক্ষকের বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে। তবে এখানেই শেষ নয়। সোলার প্যানেল বসানোর পর তার ছবি, প্রয়োজনীয় সমস্ত প্রমাণপত্রও জমা দিতে হবে। এর পাশাপাশি বিস্তারিত বিবরণ দিয়ে তা মানব সম্পদ পোর্টালে আপলোডে করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ নাহলে কোপ পড়বে বেতনে। এক্ষেত্রে বেতন আটকে দেওয়া হবে ওই শিক্ষকের। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে মউ জেলার শিক্ষক মহল।