• কাঠুয়ায় অভিযানে খতম পাকিস্তানি জঙ্গি
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক পাকিস্তানি জঙ্গির। নিহত জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুক্রবার কাঠুয়ার বিল্লাওয়ার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফের যৌথ বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নিখুঁত অভিযান চালিয়ে ওই জঙ্গিকে খতম করা হয়েছে। বাকি কোনো জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান জারি রয়েছে। জম্মুর আইজির দপ্তর এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়েছে, পুলিশের একটি ছোটো টিম এই অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে অভিযানে সেনা এবং সিআরপিএফও অংশ নেয়।
  • Link to this news (বর্তমান)