মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলায় দু’মাস সময় পেল লোকপাল
বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগ উঠেছিল তৃণমূল এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই মামলায় আইনের সুনির্দিষ্ট ধারা মেনে সিবিআইকে চার্জশিট পেশে সম্মতি প্রদানের জন্য শুক্রবার লোকপালকে আরও দু’মাস সময় দিল দিল্লি হাইকোর্ট। তবে বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও হরিশ বিদ্যানাথন শংকরের বেঞ্চ এদিন সাফ জানিয়ে দিয়েছে, সিদ্ধান্ত গ্রহণে জন্য এরপর সময় বৃদ্ধির আর কোনো অনুরোধ বিবেচনা করা হবে না।মহুয়া মৈত্র ও সিবিআই— দু’তরফের আইনজীবীই এদিন আদালতে বলেন, বাড়তি দু’মাস সময় চেয়ে লোকপাল যে অনুরোধ করেছে, তাতে তাঁদের কোনো আপত্তি নেই। একথা শুনে হাইকোর্ট বলেছে, নতুন করে আর সময় দেওয়া হবে না। এই দু’মাসেই নিষ্পত্তি করতে হবে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশে সিবিআইকে সম্মতি দিয়েছিল লোকপাল। কিন্তু হাইকোর্ট গত ১৯ ডিসেম্বর লোকপালের সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল। আদালতের বক্তব্য ছিল, লোকপাল প্রয়োজনীয় পদ্ধতি মানেনি। এক্ষেত্রে ‘সুস্পষ্ট বিচ্যুতি’ হয়েছে। ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ২০ ধারাটি অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। আইনের ওই ধারাটি বুঝতে ও ব্যাখ্যায় ভুল করেছিল লোকপাল। আইনের সুনির্দিষ্ট পদ্ধতি মেনে লোকপালকে এক মাসের মধ্যে সম্মতির বিষয়টি বিবেচনা করতে হবে। তবে এবার লোকপাল আরও দু’মাস সময় বাড়ানোর অনুরোধ করায় এদিন তা মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহার গ্রহণ করে লোকসভায় প্রশ্ন করেছেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এই মামলায় ২০২৪ সালের ২১ মার্চ দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছিল সিবিআই। গত বছর জুলাই মাসে লোকপালের কাছে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই।