তিরুবনন্তপুরম: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের দুই রাজ্যে কার্যত ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তামিলনাড়ু ও কেরলে জোড়ায় পরিবর্তনের ডাক দিলেন তিনি।এদিন তিরুবনন্তপুরমে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিজেপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেরলের বাম সরকারের সঙ্গে কংগ্রেসকেও একহাত নিয়েছেন মোদি। তাঁর দাবি, আসন্ন ভোটে কেরলে ‘পরিবর্তন অনিবার্য’। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এলডিএফ ও ইউডিএফের শাসনে কেরালার মানুষ এখন ক্লান্ত ও হতাশ। এই দুই জোট কার্যত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কেরালার রাজনীতিতে এতদিন কেবল দুটি বিকল্প ছিল, কিন্তু এখন বিজেপি তথা এনডিএ একটি শক্তিশালী তৃতীয় বিকল্প হিসেবে উঠে এসেছে।’ তিরুবনন্তপুরম পুরসভায় সম্প্রতি বিজেপির জয়কে কেরলে পরিবর্তনের সূচনার ইঙ্গিত বলে দাবি করেন তিনি।পাশের রাজ্যে তামিলনাড়ুর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সেখানকার শাসক দল ডিএমকে-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মোদি। তামিলনাড়ুর জনগনের উদ্দেশে তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন’। তাঁর দাবি, তামিলনাড়ুতেও বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে হাওয়া বইছে। কেরল ও তামিলনাড়ু, দুই রাজ্যেই তিনি ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর পক্ষে সওয়াল করেন।