নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সময় আকাশপথে পাক হামলা রুখে দিয়ে তারিফ কুড়িয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০। এরপর থেকে বারবার সেনা আধিকারিকদের বক্তব্যে উঠে এসেছে এই ডিফেন্স সিস্টেমের কথা। সেইসূত্রেই এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে এস-৪০০। এবছর ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের থিম ‘অপারেশন সিন্দুর’। সেখানে ভারতীয় সেনার যৌথ সামরিক অভিযান ও সাফল্যের কথা তুলে ধরা হবে। তারই অংশ হিসেবে থাকছে এস-৪০০।