• কাশ্মীরের সমতলে তুষারপাত, ভালো ফলনের আশায় চাষিরা
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: শুক্রবার মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল কাশ্মীরের সমতল এলাকা। সমতলের কুলগাঁও, বদগাঁও, বারামুলা থেকে শুরু করে উপরের গুলমার্গ থেকে সোনমার্গ— সর্বত্র বরফের রুপোলি চাদরে ঢাকা পড়েছে। এর জেরে স্বস্তিতে স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক সহ এলাকার চাষিরা। তবে ব্যাপক তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। বন্ধ রয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। দৃশ্যমানতা কমে যাওয়ায় শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামাও বন্ধ রয়েছে। ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন আপেল চাষিরা।আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর কাশ্মীরের গুলমার্গ প্রায় দু’ফুট বরফের চাদরে ঢাকা পড়েছে। মধ্য কাশ্মীরের অন্যতম পর্যটনকেন্দ্র সোনমার্গেও ৬ ইঞ্চির বেশি বরফ জমেছে। অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওজুড়ে প্রায় তিন ইঞ্চির বরফের আস্তরণ পড়েছে। এক্ষেত্রে বদগাঁও, বারামুলা, কুপওয়ারা, সোপিয়ান, পুলওয়ামা ও বান্দিপোরা সহ একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী তুষারপাত দেখা গিয়েছে। অনন্তনাগ, কুলগাঁও হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমানের ওঠা-নামা। শ্রীনগর বিমানবন্দরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে উড়ানের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। মাঝে কয়েকটি উড়ানে বিলম্বও হয়েছে। কিন্তু এদিন খারাপ আবহাওয়ার জেরে বিমান পরিবহণ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট সহ একাধিক সংস্থার উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। তবে তুষারপাতের জেরে আশার আলো দেখছেন ফলচাষিরা। ভূর্গভস্থ জল বৃদ্ধিতে শীতকালীন তুষারপাতের ভূমিকা অপরিসীম। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে। এর জেরে বসন্তকালে অন্যান্য শস্যের পাশাপাশি আপেলের ফলনও ভালো হয়। সোপিয়ানের এক আপেল চাষির কথায়, ‘এই তুষারপাত আমাদের কাছে আশীর্বাদের মতো।’
  • Link to this news (বর্তমান)