• বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়বে না সিপিএম
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনোরকম নির্বাচনি সমঝোতার পথে হাঁটবে না সিপিএম। বরং বাম ব্লককে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হবে। দলীয় সূত্রে এহেন দাবি করা হয়েছে। সম্প্রতি কেরলের তিরুবনন্তপুরমে দলের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছে সিপিএম। সেখানে ভোটমুখী রাজ্যগুলিতে সর্বশক্তি দিয়ে বিজেপি বিরোধিতায় ঝাঁপানোর কথা বলা হয়েছে। এমনকি প্রয়োজনে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গেও কথাবার্তা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দলীয় সূত্রের দাবি, বিজেপি বিরোধিতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে যা করা প্রয়োজন, তা অবশ্যই হবে। কিন্তু প্রত্যক্ষভাবে কংগ্রেসের সঙ্গে সখ্য গড়ে তোলা হবে না। এব্যাপারে দলের নিচুতলার মতামতকেই মান্যতা দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)