নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সুপ্রিম কোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখানো! স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পুলিশ সূত্রের খবর, সেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রশান্ত আত্মসমর্পণ করেননি! প্রসঙ্গত, স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে ২৮ অক্টোবর সল্টলেক থেকে অপহরণ করা হয়। তারপর নিউটাউনের একটি ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় তাঁকে। ২৯ অক্টোবর তাঁর দেহ মেলে নিউটাউনের যাত্রাগাছিতে।ওই ঘটনায় রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। বিধাননগর কমিশনারেট পাঁচজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত প্রশান্ত আজও অধরা! বারাসত জেলা আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন তিনি। হাইকোর্টে অবশ্য তা বাতিল হয়ে যায়। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণোই সেই আবেদন খারিজ করেন। প্রশান্তকে ২৩ জানুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেওয়া হয়। তারপরই বিডিওকে অপসারণ করা হয়েছে।