• ৩ লক্ষাধিক নো-ম্যাপ ভোটার শুনানিতে গরহাজির, সময়সীমা পেরিয়ে গেলেই কাটা যাবে নাম, সতর্ক করল কমিশন
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুনানির নোটিস গিয়েছিল। কিন্তু শুনানিতে সাড়া দেননি এমন নো-ম্যাপ ভোটারের (২০০২ সালের ভোটার তালিকায় নিজের ও কোনো আত্মীয়ের নাম নেই) সংখ্যা ছাড়াল ৩ লক্ষ ২০ হাজার। কমিশন সূত্রের খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় ৩২ লক্ষ নো-ম্যাপ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। তাঁদের শুনানি প্রায় শেষের পর্যায়ে। যাঁদের ডাকা হয়েছিল তাঁদের মধ্যে প্রায় ১০ শতাংশ বা ৩ লক্ষ ২০ হাজার ভোটার গরহাজির। খসড়া তালিকা প্রকাশের পর যে পরিসংখ্যান উঠে আসে, তাতে দেখা যায় রাজ্যে নো-ম্যাপ ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। নির্ধারিত সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি এসআইআরে শুনানির শেষদিন। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। তবে সেই সময়সীমা বাড়তেও পারে। কমিশন জানিয়েছে, প্রথম শুনানির ডাকে অনুপস্থিত ভোটাররা শুনানি চলাকালে অংশ নিতে চাইলে সুযোগ পাবেন। কিন্তু তাঁরা শেষদিন পর্যন্তও অনুপস্থিত হলে তাঁদের নাম তালিকা থেকে নাম বাদই যাবে।এদিকে, শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় কড়া মনোভাব দেখাল কমিশন। প্রতিটি জেলার প্রতি তাদের নির্দেশ, শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। প্রসঙ্গক্রমে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তালিকা প্রকাশের কাজ যাতে আজ শনিবারের মধ্যেই শেষ করা হয়, নির্দেশে তাও জানানো হয়েছে জেলাগুলিকে।
  • Link to this news (বর্তমান)