নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়ল বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের উপর। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য তিন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে হিরণের বিরুদ্ধে বধূনির্যাতন ও বহুবিবাহের মামলা রুজু করেছে আনন্দপুর থানা। তাঁর বিবাহিতা স্ত্রী বর্তমান। তবু বিয়ে করেছেন হিরণ। এমনই অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি, অপরাধে সাহায্য করার ধারাতেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, বুধবার রাতে হিরণের প্রথম স্ত্রী আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন।