নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের ছাত্ররা এবছর বিমান বসুর লেখা নিয়ে হাজির কলকাতা বইমেলায়। সত্তরের দশক থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ১৪টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হতে চলেছে ‘আবহমান’। ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘সোভিয়েত দেশের পতন পরবর্তী সময় তাঁর লেখা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে। এর পাশাপাশি গুজরাত দাঙ্গার পর বিমান বসুর নিজের অভিজ্ঞতার কথাও আছে।’ শুধু বই নয়, ‘কোরাসে কনস্টিটিউশন’ নামের একটি কর্মসূচিও নিচ্ছে ছাত্র সংগঠনটি। যেখানে রাজ্যজুড়ে সাধারণতন্ত্র দিবসে সংবিধান পাঠ করা হবে। বইমেলা চলাকালীন ৩০ জানুয়ারি বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এসএফআই বিকাশ ভবন অভিযান করবে বলে জানা গিয়েছে।অন্যদিকে শুক্রবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশপ্রেম দিবসে কেন্দ্রীয় নেতাজি জন্ম জয়ন্তী কমিটির উদ্যোগে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল হয়েছে। শেষে সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম নেতৃত্ব।