আবাসনে চুরির ঘটনায় সোদপুরে পাকড়াও বিজ্ঞানের মেধাবী ছাত্র
বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোদপুরের আবাসনে চুরির অভিযোগে আইটি সেক্টরের প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৃজিত মুখোপাধ্যায়। বাড়ি আসানসোলে। সে রসায়নে স্নাতক। তার বাবা পেশায় স্কুল শিক্ষক। ধৃত যুবক ওই আবাসনেরই বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।সোদপুরে রাসমণি মোড়ের কাছে পঞ্চাননতলা বাজার লাগোয়া ভুবনবালা অ্যাপার্টমেন্টের তিনতলার ফ্ল্যাটে মাকে নিয়ে থাকেন শুভজিৎ গোস্বামী। গত শনিবার দুপুরে তিনি মাকে নিয়ে পানশিলায় দিদি বাড়িতে বেড়াতে যান। বুধবার রাতে তাঁরা বাড়ি ফেরেন। তালা খুলে ঘরে ঢুকতেই তাঁদের চক্ষু চড়কগাছ। দেখেন দু’টি ঘরই লণ্ডভণ্ড। এমনকি, বেডরুম থেকে দু’টি স্টিলের খাট উধাও। আলমারি খোলা, উধাও সোনার কানের দুল, বাচ্চার হাতের আংটি, নাকছাবি। এছাড়াও ল্যাপটপ, মিক্সচার গ্রাইন্ডার, স্যান্ডউইচ মেকারও নিয়ে গিয়েছে দুষ্কৃতী। শুভজিৎবাবু সহ স্থানীয়রা ফ্ল্যাটের নীচে থাকা সিসি ক্যামেরা ভালো করে খুঁটিয়ে দেখেন। কিন্তু খাট বা অন্য কিছু নিয়ে কোনো অপরিচিতকে বেরতে দেখেননি। তাঁরা নিশ্চিত, বিল্ডিংয়ের মধ্যেই সামগ্রী রয়েছে। আবাসনেরই কেউ চুরির ঘটনায় যুক্ত। চারতলায় ওঠার সিঁড়ি ও দেওয়ালে কোনও কিছুর ঘষটানো দাগ দেখে সন্দেহ হয় আবাসিকদের। তাঁরা বিষয়টি খড়দহ থানাকে জানান। চারতলাতেই থাকে সৃজিত। পুলিশ তার ফ্ল্যাটে গেলে হকচকিয়ে যায় যুবক। অসংলগ্ন কথা বলতে শুরু করে। সেই সময় শুভজিৎবাবু গিয়ে দেখেন, তাঁদের ফ্ল্যাটের সব সামগ্রী নিজের ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছে সৃজিত। পুলিশের সামনেই চুরির কথা সে স্বীকার করে নেয়। সে বলে, আমার ফ্ল্যাটের চাবি দিয়ে ওই ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছিল। ওই ফ্ল্যাটে ঢুকে ভালো ভালো জিনিস দেখে লোভ সামলাতে পারিনি। তাই সমস্ত কিছু খুলে আমার রুমে নিয়ে এসেছি। পুলিশ প্রাথমিক জেরায় জেনেছে, ধৃত যুবক স্নাতকের পর পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল। তবে মাঝপথেই সে পড়াশোনা ছেড়ে দেয়। এরপর সে চাকরি নিয়েছিল সেক্টর ফাইভের একটি আইটি সংস্থায়। বাবার থেকে টাকা নিয়ে সে ওই ফ্ল্যাট কিনেছিল। তবে কয়েকমাস আগে ওই চাকরি ছেড়ে দেয় সে।