থিম পুজোর সুবাদে সরস্বতীর হাতেও এসআইআর নোটিস!
বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজনীতির ময়দান পেরিয়ে এসআইআর এবার সরস্বতী পুজোর অঙ্গনে। বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজোয় দেবীর হাতেও ঝুলল এসআইআরের নোটিস! ক্লাসঘরের সজ্জায় শুধুই এসআইআর। একইভাবে হুগলির পাণ্ডুয়ার বৈচি গ্রামের সুপারস্টার সংঘের সরস্বতী পুজোর থিমও এসআইআর। সেখানেও বিদ্যার দেবীর হাতে নোটিস। এদিনই ছিল নেতাজির জন্মদিন। বীর বাঙালির জন্মদিনে পাড়ায় পাড়ায় উড়ল তেরঙা পতাকা। গানে-কবিতায় নেতাজিকে স্মরণ করল আট থেকে আশি।এদিন শহর থেকে শহরতলি— সর্বত্রই যেন হলুদ সুনামি। রাস্তাজুড়ে হলুদ শাড়ি ও পাঞ্জাবির মিছিল। বয়সের কোনও মাপকাঠি ছিল না এদিন। পছন্দের সঙ্গী বা সঙ্গিনীর সময় এই দিনটি কাটানোই একটি রূপকথা! যাঁরা বাঙালির এই ‘ভ্যালেন্টাইন ডে’তে ‘সিঙ্গল’, তাঁরাও আড়চোখে কয়েক মিনিটের ভালোলাগায় মেতে উঠলেন। এদিন বাঙালির উদরপুজো আবার খিচুড়ি আর লাবড়া ছাড়া হয় না। আদিঅনন্ত কাল থেকেই এই রীতি চলে আসছে বাংলায়।এখন সরস্বতী পুজোয় এসেছে থিমের ছোঁয়া। চন্দননগরের গড়পাড়া সরস্বতী পুজো কমিটি এবার থাইল্যান্ডের বৌদ্ধ মঠের অনুকরণে কাগজের ফুল দিয়ে মন্দির তৈরি করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে নোয়াপাড়া থানায় বিশেষ অনুষ্ঠান হল শুক্রবার। নোয়াপাড়া থানায় নেতাজির মিউজিয়ামকে আরও উন্নততর এবং সম্প্রসারিত করার ঘোষণা করেন বারাকপুর পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। বারাকপুর স্টেশনের কাছে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ কাউন্সিলাররা। কল্যাণী ব্লকের মদনপুরে ৫০ ফুট উচ্চতার সরস্বতী পুজো দর্শকদের নজর কেড়েছে। বারুইপুর ভট্টাচার্যপাড়া নেতাজি উদ্যানের সরস্বতী পুজোর থিম গ্রাম বাংলার সংস্কৃতি। গঙ্গাসাগরের কচুবেড়িয়ার একটি কোচিং সেন্টারের পুজোর থিম ‘অপারেশন সিন্দুর’। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে নবরূপে সেজে উঠেছিল তাঁর পৈতৃক ভিটে সুভাষগ্রামের কোদালিয়া। ইতিহাসের স্মৃতিধন্য এই বাড়ি ও তার আশপাশ যেন এদিন আবেগ আর গর্বের আবরণে ঢেকে গিয়েছিল। প্রথা মেনে ঠিক নেতাজির জন্মলগ্ন দুপুর ১২টা ১৫ মিনিটে সাইরেন, শঙ্খধ্বনি ও ব্যান্ডের তালে অনুষ্ঠানের সূচনা হয়। বারাসতের ময়নায় একটি প্রাইমারি স্কুলের ভিতরে পুজো করার চেষ্টা করে বিজেপি। তা নিয়ে ঝামেলা হয়।বাগুইআটির অন্নদাসুন্দরী হিন্দু বালিকা বিদ্যালয়ের পুজো এবার ৭৪ বছরে পড়েছে। ছাত্রীরাই ছিলেন থিম তৈরি এবং পুজোর পুরোহিতের দায়িত্বে। নেতাজি জন্মজয়ন্তীর জন্য ছাত্রীদের আঁকা ভারতমাতার ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এছাড়াও সুকান্ত ভট্টাচার্য এবং সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীর বিষয়টিও থিমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বাগবাজারের হরনাথ হাইস্কুলের পুজোয় উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা। ধুমধাম করে পুজো হয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলেও। -নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)