• সম্পত্তি নিয়ে বিবাদ, ভাগ্নের মাথা ফাটানোর অভিযোগ, ধৃত মামা-ভাই
    বর্তমান | ২৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাদিয়ালে ভাগ্নের মাথায় লোহার রড দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মামাবাড়ির সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছে পুলিশ। আক্রান্ত ভাগ্নের নাম শামিম আলি বাগানি (২৩)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খুনের চেষ্টার মামলা রুজু করে মামা ফরিদ মোল্লা ও তার ছেলে সামাদ সাহেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামিমের মা অনেকদিন ধরে ভাইকে বলছিলেন বাপের বাড়িতে তাঁর প্রাপ্য সম্পত্তির হিসেব বুঝিয়ে দিতে। কিন্তু ভাই ফরিদ তাতে রাজি হচ্ছিল না। বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে ফরিদ ও তার দিদি অনেকবার বৈঠকও করলেও তাতে সমাধানসূত্র মেলেনি। ১৪ জানুয়ারি শামিমের মা ভাইয়ের কাছে আসেন।  সেখানে সম্পত্তি বাটোয়ারার প্রসঙ্গ ওঠে। এই নিয়ে ভাই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। তাঁকে গালাগালি পর্যন্ত দেয় ফরিদ। এই সময় মাকে নিতে মামার বাড়িতে আসেন শামিম। তিনি দেখেন, মাকে অহেতুক গালিগালাজ করা হচ্ছে। প্রতিবাদ করলে মামাতাঁকে এ বিষয়ে নাক গলাতে বারণ করেন। এ নিয়ে মামা-ভাগ্নের মধ্যে ঝগড়া শুরু হয়। তাতে যোগ দেয় ফরিদের ছেলে সাহেব। সে শামিমকে বলে কোনও সম্পত্তি তাঁর মাকে দেওয়া হবে না। এই নিয়ে তর্কাতর্কির সময় ফরিদ ভাগ্নের মাথায় লোহার রড মারে বলে অভিযোগ। এমনকি, ছেলেও বাবার হাত থেকে রড কেড়ে নিয়ে শামিমের মাথায় আঘাত করে বলে জানা গিয়েছে। শামিম মাটিতে লুটিয়ে পড়েন। মাথা থেকে তখন গলগল করে রক্ত বেরচ্ছে। প্রতিবেশীদের সাহায্যে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মা। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। শামিমের সঙ্গে কথা বলে গোটা ঘটনা জানতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে ১৪ তারিখ রাতে ফরিদ ও সাহেবের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে। বৃহস্পতিবার রাতে দু’জনকেই নাদিয়াল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (বর্তমান)