নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কায়দা করে ছবি তুলতে গিয়ে আগুন লাগল ময়দানের গাছে। যার জেরে তিন-চারটি গাছ পুড়ে গিয়েছে বলে খবর। শুক্রবার সরস্বতী পুজোর দিন ঘটনাটি ঘটেছে ময়দান চত্বরে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ময়দানে এমনিতেই প্রতিদিন ভিড় জমান ফটোগ্রাফাররা। বিশেষ করে বিয়ের মরশুমে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য ফটোগ্রাফারদের প্রথম পছন্দ ময়দান। সেই সঙ্গে সরস্বতী পুজোর দিনে ছবি তোলার ভিড় আরও বাড়ে।জানা গিয়েছে, এদিন একটি গ্রুপ ছবি তোলার জন্য কায়দা করে গাছের পাতায় আগুন লাগানো হয়। সেই আগুনই ছড়িয়ে পড়ে আশপাশের গাছে। যারা আগুন লাগিয়েছিল, পরিস্থিতি বেগতিক বুঝে তারা সরে পড়ে। যাঁরা ময়দানে খেলাধুলো করছিলেন, তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পুলিশ জানতে পেরেছে, এদিন একটা গ্রুপ ফটোশ্যুট করছিল। সেই সময় কিছু একটা স্প্রে করে তারা গাছের পাতায় আগুন ধরায়। সেই আগুনই আচমকা ছড়িয়ে পড়ে। দমকলের তৎপরতায় দ্রুত আগুন নেভানো গেলেও তিন-চারটি গাছ পুড়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন নেভাচ্ছে দমকল। - নিজস্ব চিত্র