• অফিসারদের ‘আত্মবিশ্বাস’ বাড়াতে বার্তা ED-র ডিরেক্টরের
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়: সন্দেশখালির ঘটনার পরে তিনি কলকাতায় এসেছিলেন। সে সময়ে তল্লাশি চালাতে গিয়ে শাহজাহান–বাহিনীর হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকরা। ওই ঘটনার দু’বছর পরে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দপ্তর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ফের বাধা পায় ইডি। এর জেরে অফিসারদের একাংশের মনোবল কিছুটা ধাক্কা খায়।

    ওই টিমের সদস্যদের ‘আত্মবিশ্বাস’ বাড়াতে ইডির ডিরেক্টর রাহুল নবীন দিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় আসেন। আর শুক্রবার সিজিও কমপ্লেক্সে অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। সূত্রের খবর, গোয়েন্দাদের কাজে উৎসাহ দিতে নানা ধরনের পরামর্শ দেন ইডি–অধিকর্তা।

    এ রাজ্যের বিভিন্ন মামলার তদন্তে গিয়ে অফিসারদের কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, কী ভাবে সেই সমস্যার মোকাবিলা করবেন তাঁরা, মূলত সে সব বিষয় নিয়েই আলোচনা হয়। কলকাতার অফিসারদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ভাবে সেদিনের অভিজ্ঞতাও জানতে চান ডিরেক্টর।

    ওই একই মামলায় দিল্লিতে তল্লাশি চালানোর সময়ে কোনও সমস্যা না হলেও কলকাতায় কেন অন্য রকম পরিস্থিতি তৈরি হলো, সেই বিষয়টি জানার চেষ্টা করেন তিনি। অফিসারদের উদ্দেশে বলেন,‘আইপ্যাকের মামলা আইন মেনেই তদন্ত করা হচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ বিষয়ে মামলা রয়েছে। ইডির পক্ষেই রায় যাওয়া উচিত।’

    এরই পাশাপাশি বিভিন্ন মামলায় দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়েও আলোচনা করেন রাহুল। এ ছাড়া কলকাতার লিগ্যাল টিমের কাছেও একাধিক মামলার অগ্রগতির বিষয়েও জানতে চান তিনি। শুক্রবার সন্ধ্যার উড়ানেই রাহুল নবীন ফিরে যান দিল্লিতে।

  • Link to this news (এই সময়)