উত্তর-দিল্লির মৌজপুরের একটি ক্যাফেতে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত এক যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তেহরানে যে কোনও ধরনের হামলাকে যুদ্ধ হিসেবে দেখবে ইরান। শনিবার এই ভাষাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান। ২৪ ঘণ্টা আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানে যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন তিনি। তার পরেই এই হুঁশিয়ারি দিল ইরান।
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-তালিকা প্রকাশ হতে পারে আজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্যের সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবারের মধ্যে তালিকা প্রকাশের কথা। আজ, শনিবার সেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।