• পরিবারের কাছে ধরা পড়া থেকে বাঁচতে প্রেমিককে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলেন তরুণী, তার পর...
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • কথায় বলে, প্রেমের রাস্তা খুব সহজ নয়। কখনও কখনও ভালোবাসার মানুষের জন্য আগুনে ঝাঁপ দিতেও হতে পারে। তেমনই অবস্থা হয়েছিল কানপুরের এক যুবকের। লুকিয়ে প্রেমিকার বাড়িতে এসে দেখা করতে গিয়ে নিজের জীবনটাই খোয়াতে বসেছিলেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয় শ্রীঘরে।

    জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরে পরিবারের হাতে ধরা পড়া থেকে বাঁচতে প্রেমিককে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলেন এক তরুণী। প্রায় ৪৫ মিনিট ট্রাঙ্কে আটকে থাকার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যুবকের। তাতেই আসল ঘটনা চলে আসে পরিবারের সামনে।

    এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কানপুরের একই পাড়ার দুই তরুণ তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন পরিবারের সদস্যরা কাজে চলে যাওয়ার পর তরুণী প্রেমিককে তাঁর বাড়িতে ডেকেছিলেন। ডাক পেয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসেন প্রেমিকও। কিন্তু ঝামেলা পাকান তরুণীর পিসি, যিনি পাশের বাড়িতেই থাকেন। তরুণীর ঘর থেকে সন্দেহজনক আওয়াজ পেয়ে তিনি খোঁজ নিতে সেখানে চলে আসেন। তাঁর হাঁকডাকে আতঙ্কিত ওই তরুণী প্রেমিককে কোথায় লুকোবেন বুঝে না পেয়ে শেষ পর্যন্ত ঘরে থাকা ট্রাঙ্কে প্রেমিককে ঢুকিয়ে তালাবন্ধ করে দেন। এর পরে দরজা খুলে পিসির সঙ্গে কথা বলেন তিনি।

    জানা গিয়েছে, ঘরে ঢুকে কাউকে দেখতে না পেলেও সন্দেহ যায়নি তরুণীর পিসির মন থেকে। তাই তিনি তরুণীর মা ও পরিবারের বাকি সদস্যদের ফোন করে খবর দেন। খবর পেয়ে তাঁরা চলেও আসে। সকলে মিলে তরুণীর ঘর তন্নতন্ন করে খুঁজেও কিছু পাননি। কিন্তু মহিলার জেদ এমন জায়গায় পৌঁছয় যে তিনি সোজা পুলিশে খবর দিয়ে দেন।

    গোটা ঘটনায় প্রায় মিনিট ৪০-এর বেশি সময় পার হয়ে যায়। পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে। পুরো বিষয়টিতে সাংঘাতিক আতঙ্কগ্রস্ত হয়ে যান তরুণী। ইতিমধ্যে ঘরের মধ্যে থাকা ট্রাঙ্ক থেকে আওয়াজ আসতে দেখে পুলিশকর্মীরা জোর করে সেটি খোলেন। তার থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসেন ওই তরুণ। প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় ভিতরে আটকে থাকায় শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল তাঁর।

    তরুণকে সামনে দেখে পুলিশ অফিসার হেসে ফেললেও রেগে আগুন হয়ে ওঠেন মহিলার পরিবারের সদস্যরা। তাঁরা তাঁকে মারতে যান কিন্তু বাধা দেয় পুলিশ। রাগের চোটে তরুণের সঙ্গে তরুণীকেও পুলিশের হাতে তুলে দেন তাঁর। তাঁদের বিরুদ্ধে ‘শান্তি বিঘ্নিত করার’ অভিযোগ আনা হয়েছে।

  • Link to this news (এই সময়)