• আবহাওয়ার ইউ টার্ন, আরও কমল তাপমাত্রা, শীত আর কতদিন?
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৬
  • ফের মেজাজ ঠান্ডা আবহাওয়ার। আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন-চার দিন আগে বাড়ছিল রাজ্যের জেলাগুলির তাপমাত্রা। সরস্বতী পুজোর দিনে ১৪ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকালে ফের সামান্য পারদ পতন। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১। তবে কি ফের কামব্যাক শীতের? কী জানাচ্ছে হাওয়া অফিস?

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাত দিনে রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। অর্থাৎ ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পারদ চড়তে পারে। অর্থাৎ, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই, জানাচ্ছেন আবহবিদরা।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী চার দিন সকালে উত্তরবঙ্গে এবং দু’দিনে দক্ষিণবঙ্গের দু’একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে বাড়বে দৃশ্যমানতা। পরবর্তী সাত দিনে শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। নতুন করে অত্যধিক পারদ পতনের সম্ভাবনা নেই। গতকাল, অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

  • Link to this news (এই সময়)