প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের মহড়া চলাকালীন বড়সড় দুর্ঘটনা কলকাতায়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে রেড রোডে। জানা গিয়েছে, গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডে গার্ডরেলে গাড়িটি ধাক্কা মারে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
সূত্রের খবর, একটি কালো রঙের স্কোডা অক্টাভিয়া গাড়ি বেপরোয়া ভাবে ছুটে এসে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গাড়িটিতে সেই সময় চালক ছাড়াও আরও কয়েকজন যুবক যুবতীও ছিলেন। তাঁদের সবাইকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, গাড়িটির ইনসিওরেন্স এবং পলিউশনের কাগজপত্র ঠিকঠাক ছিল না।
প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখে রেড রোডে একটি দুর্ঘটনা ঘটে, বি আর আম্বেদকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা মারে কন্টেনারযুক্ত লরি। ধাক্কার অভিঘাতে দুমড়ে যায় লরিটি। দরজা কেটে বের করে নিয়ে আসা হয় চালককে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান পুলিশের । দুর্ঘটনার আগে লরিটির সামনে চলে আসে ২টি যাত্রীবোঝাই বাস। সেই বাস দুটিকে বাঁচাতে গিয়েই উল্টে যায় লরিটি।
শনিবার সকালের স্মৃতি উস্কে দিচ্ছে ২০১৬ সালের ১৩ জানুয়ারির ঘটনাও। রেড রোডেই একটি বেপরোয়া গাড়ি পিষে দিয়েছিল ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে। এই ঘটনায় কুচকাওয়াজের মহড়ায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।