• সোমবার থেকেই আবহাওয়ায় আমূল বদল
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা নেমেছিল। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.‌৫ ডিগ্রি। কিন্তু সপ্তাহান্তে পারদ ফের বাড়ার সম্ভাবনা। শনিবার অবশ্য তাপমাত্রা কমই থাকবে। ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে রবিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পারদ চড়তে পারে। আগামী গোটা সপ্তাহটাই সেই ট্রেন্ড জারি থাকতে পারে। যার ফলে শীত কিছুটা কমতে পারে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনই গরম অনুভূত হবে না। 

    এই তাপমাত্রা বাড়ার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও জম্মু–কাশ্মীরের উপর। আবার ২৬ জানুয়ারি আরও একটা ঝঞ্ঝা আসতে পারে। সেই কারণেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আর রোদ উঠলে বাড়তে পারে অস্বস্তি।

    যদিও শীতের বিদায় নিয়ে পুরোপুরি খোলসা করেনি হাওয়া অফিস। তবে সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বিদায় নিতে পারে ঠান্ডা। 

    গোটা দক্ষিণবঙ্গেই আপাতত শীত রয়েছে। ১৫ ডিগ্রির আশপাশে থাকবে দক্ষিণের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা। যদিও রবিবার থেকে পারদ চড়তে পারে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।

    দক্ষিণে সোমবার থেকে তাপমাত্রা বাড়লেও উত্তরে আবহাওয়া থাকবে একই রকম। সেখানে আগামী ৫ দিন তাপমাত্রার হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। 

    শনিবার অবশ্য শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার ছিল ১৪.‌৫। এর পাশাপাশি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন–চার দিন। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে দক্ষিণে তাপমাত্রা বাড়বে। 

    ‌‌

     
  • Link to this news (আজকাল)