• জগদ্দলে যুবকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জগদ্দলে যুবকের রহস্যমৃত্যু। অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পানি টাঙ্কি মোড় এলাকার বাসিন্দা মহম্মদ ইস্তক (‌২৯)‌ নামে এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় শুক্রবার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইস্তককে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্তক মানসিক ভারসাম্যহীন ছিল। এলাকায় এখানে সেখানে ঘোরাফেরা করত। কিন্তু কীভাবে ওই যুবকের দেহ জগদ্দলে মিলল সেই বিষয়ে স্থানীয়রা কিছু বুঝতে পারছেন না। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। 

    পুলিশ পিটিয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন ইস্তক। অন্যান্য দিনের মত শুক্রবার সকালেও তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে যুবক চলে যান জগদ্দলে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর আচরণে কিছুটা অসঙ্গতি ছিল। ওই এলাকা থেকেই ওই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    এদিকে, গত বুধবার সন্ধেয় কলকাতা শহরে নির্মীয়মাণ আবাসনে শিশুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার করা হয়েছিল নিখোঁজ শিশুর রক্তাক্ত মৃতদেহ। তিন বছরের শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়।

    পুলিশ সূত্রে খবর, প্রাথমিক পরীক্ষায় শিশুটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের অনুমান, উপর থেকে পড়ে যাওয়ার ফলেই এই আঘাত লেগে থাকতে পারে। তবে ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র বা অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে জগদ্দলে যুবকের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। 

     
  • Link to this news (আজকাল)