• বইমেলায় উদ্বোধন হল মহিলা কমিশনের স্টলের
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর সন্ধ্যায় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ধরা পড়ল এক অন্য রকম আমেজ। চলতি বছরের বইমেলায় সাড়ম্বরে উদ্বোধন করা হল পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের স্টল।

    এবার কলকাতা বইমেলায় ১১১ নম্বর স্টল রয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের। ফি-বছরই বইমেলা চলাকালীন মহিলা কমিশনের স্টলে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি।

    শুক্রবার স্টল উদ্বোধনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্টল উদ্বোধন করা হয় ছোটদের সমবেত নাচের মাধ্যমে।

    তারপর ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস এবং শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।

    কমিশনের পত্রিকা প্রকাশ, পুরনো দিনের বাংলা গানের অনুষ্ঠান পেরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে তাঁর জীবনের জানা-অজানা কথা নিয়ে এক আলোচনায় শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

    বইমেলায় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের স্টল থাকে প্রতি বছরই। উদ্দেশ্য, নারী নিগ্রহ বন্ধ করতে সচেতনতার প্রচার।

    একদিকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়, তেমনই সমস্যায় পড়লে বা নিগ্রহের শিকার হলে প্রয়োজনে এখানে এসে সহায়তা পেতে পারেন মহিলারা।
  • Link to this news (আজকাল)