• পেরোল সময়সীমা, আত্মসমর্পণ করলেন না অপসারিত বিডিও
    আনন্দবাজার | ২৪ জানুয়ারি ২০২৬
  • স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত, জলপাইগুড়ির রাজগঞ্জের সদ্য অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ নির্ধারিত সময়ের শেষ দিনেও বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন না। এই মামলায় সুপ্রিম কোর্ট শুক্রবারের মধ্যে বিডিও-কে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। বিধাননগর পুলিশ সূত্রের খবর, বিডিও শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করায় পরবর্তী পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হবে। নেওয়া হবে প্রয়োজনীয় আইনি পরামর্শ।

    গত বছরের ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বপনের দেহ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, অধরাই থেকে গিয়েছেন মূল অভিযুক্ত প্রশান্ত।

    এই ঘটনায় মামলা রুজু হওয়ার পরে প্রথমে বারাসত জেলা দায়রা আদালত থেকে আগাম জামিন পান বিডিও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাই কোর্ট বিডিও-কে আত্মসমর্পণ করতে বলে। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে বিডিও প্রশান্ত যান সুপ্রিম কোর্টে।

    এই খুনের ঘটনায় স্থানীয় স্তর থেকে রাজনৈতিক মহলে অভিযোগ উঠছিল, যথেষ্ট সময় ও তথ্যপ্রমাণ হাতে থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত বিডিও-কে গ্রেফতার করা তো দূর, জিজ্ঞাসাবাদ করার তৎপরতা পর্যন্ত দেখায়নি। তাই শীর্ষ কোর্টের নির্দেশ অমান্য করলেও বিডিও-কে গ্রেফতার করার সদিচ্ছা তারা দেখাবে কিনা, তা নিয়েও সংশয়ী সংশ্লিষ্ট মহল।

    সূত্রের খবর, অভিযুক্ত প্রশান্ত ভিন্‌ রাজ্যে কিংবা বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। পুলিশের একাংশ এ-ও দাবি করছে, যে হেতু সুপ্রিম কোর্ট বিডিও-কে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে, তাই এখনই তাঁকে গ্রেফতার করা হয়নি। শীর্ষ কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ফুরিয়ে গেলে প্রশান্তকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু হতে পারে বলে খবর।
  • Link to this news (আনন্দবাজার)